বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৫:৩৮ অপরাহ্ন
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ এর নেতৃত্ব প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
কর্মসুচীর মধ্যে ছিলো।
সকাল ৭টায় পতাকা উত্তোলন, সকাল ৯টায় ও দোয়া মাহফিল ।
সকাল ১০টায় র্যালি ও চেতনা মঞ্চে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সকাল সাড়ে ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে দলীয় কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি- আলোক বিপন ত্রিপুরা, যুগ্ন সাধারণ সম্পাদক-বাপ্পী চৌধুরী,এমং মারমা, অভিক মোহন ত্রিপুরা, উপ প্রচার সম্পাদক ক্যাজরী মারমা, গ্রন্থনা প্রকাশনা সম্পাদক রয়েল ত্রিপুরা, সাহিত্য বিষয়ক সম্পাদক সুপ্রিয় চাকমা, সদর উপজেলার সভাপতি সনজিত ত্রিপুরা সাধারণ সম্পাদক ক্যাজাই মারমা, পৌর ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম সহ অন্যান্য নেতা ও নেত্রীবৃন্দ।
জয় বাংলা নিউজ/কেলি চৌধুরী
Leave a Reply