শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৩৯ পূর্বাহ্ন
রংপুর সংবাদদাতা।
রংপুরের গঙ্গাচড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ গঙ্গাচড়া শাখার যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণকালে উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক সাইয়েদুল ইসলাম, লিয়াকত আলী ও গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক মেম্বার উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ রুহুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান লিটন, সহিদুজ্জামান সরকার সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জাকিরুল ইসলাম মন্টু, আল-আমিন প্রমুখ।
জয় বাংলা নিউজ/সস
Leave a Reply