কেলি চৌধুরী,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট) খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এ কর্মসূচি শুরু করা হয়।
আজ সকাল ৭ টায়খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এ জাতীয় পতাকা উত্তোলন করে । এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদ সদস্য ২৯৮নং আসনের এমপি বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা, তিন পার্বত্য জেলার মহিলা এমপি মিস বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কংজরী চৌধুরী সহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
পরে সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এরপর সকাল ১০ টায় র্যালি ও চেতনা মঞ্চে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সকাল সাড়ে ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে দলীয় কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
Leave a Reply