রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন
জয় ডেক্স: সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর। আজ বেলা ১১টার দিকে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় শহীদ বেদিতে ফুল দিয়ে সম্মান জানান শশাঙ্ক মনোহর। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন আইসিসি সভাপতি। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ফিরে আসেন বিশ্ব ক্রিকেটের সভাপতি।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে আইসিসি প্রধানের। এরপর সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তাকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সুত্র:সকালের সময়
Leave a Reply