সোমবার, ০৮ মার্চ ২০২১, ১০:০১ পূর্বাহ্ন
চট্টগ্রাম সংবাদদাতা।
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় ভূগর্ভস্থ পানির ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পরিষ্কার করতে ট্যাংকে নামার পর বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পৌনে নয়টার দিকে নগরীর হারবাতলী এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত শ্রমিকরা হলেন- মো. রাজু আহমেদ (২৭) ও মো. খুরশিদ আলম রায়হান (২৮)। দুইজনেরই বাড়ি নোয়াখালীতে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুই শ্রমিক পানির ট্যাংক পরিষ্কার করতে নেমেছিলেন। সেখানে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। তবে তাদের মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জয় বাংলা নিউজ/সস
Leave a Reply