মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৬ পূর্বাহ্ন
হারুন অর রশীদ: যশোর ভ্রাম্যমাণ আদালত শহরের অভিযান চালায়। এ সময় দুটি প্রতিষ্ঠানে দুই হাজার টাকা জরিমানা করে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে শহরের মাইকপট্টি বাঘমারা রোডে মৃণাল কান্তি ঘোষের মিষ্টির কারখানায় ও মুড়লির মোড়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি।আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক অভিযান চালায় মৃণাল কান্তি ঘোষের মিষ্টির কারখানায়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধে কারখানার মালিক মৃণাল কান্তি ঘোষকে এক হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা মুড়লির মোড়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারির মালিককে একই অপরাধে এক হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
Leave a Reply