বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:১২ পূর্বাহ্ন
হিরোক শেখ: যশোরে শহরের চৌরাস্তা মোড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে
ডাচবাংলা ব্যাংক শাখায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ ও বিদ্যুৎকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে,বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ডাচবাংলা ব্যাংকের যশোর শাখার ডেপুটি ম্যানেজার দীপক চক্রবর্তী বলেন,‘বেলা ৩টার দিকে ব্যাংকের কার্যক্রম চলছিল। হটাৎ সার্ভার রুমে আগুন ধরে তা ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার স্টেশন,বিদ্যুৎ অফিস এবং কোতোয়ালি থানায় ফোন করি। ফায়ার স্টেশন, বিদ্যুৎ অফিসের কর্মীরা ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে নেয়।
এএসআই আবু জাফর জানান‘আমি ঘটনাস্থলে এসেই বিদ্যুৎকর্মীদের দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিই। জানতে চাইলে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আহমেদ বলেন,‘ব্যাংকের সার্ভেয়ার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।
Leave a Reply