রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১১:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে স্কুল পড়ুয়া শিক্ষার্থী মারিয়া (১৬)কে ফুসলিয়ে অপহরণের অভিযোগে বুধবার ৫ আগষ্ট যশোর কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অপহরনের ২৪ ঘন্টার মধ্যে অপহৃতা মারিয়া উদ্ধার ও অপহরণকারী আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের ছাখাওয়াতের ছেলে।
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পূর্ব বারোমারি গ্রামের বর্তমানে যশোর শহরের পুরাতন কসবা বিমান অফিস মোড় ব্যাপচিষ্ট চার্চ স্টাফ কোয়ার্টারের মৃত দিলীপ বিশ্বসের ছেলে জন বিশ্বাস ৫ আগস্ট বুধবার দুপুরে কোতয়ালি থানায় উক্ত আনোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। তিনি এজাহারে উল্লেখ করেন,তার মেয়ে মারিয়া বিশ^াস শহরের পুরাতন কসবা আজিজ সিটিতে আঞ্জুমান আরা একাডেমী স্কুলে ৮ম শ্রেনীতে লেখা পড়া করে। স্কুলে আসা যাওয়ার প্রাক্কালে উক্ত আনোয়ার হোসেন তাকে বিয়ের প্রস্তাবসহ উত্যক্ত করতো। বিষয়টি মারিয়া বিশ^াস বাধা নিষেধ করলে আনোয়ার হোসেন অপহরনের সুযোগ খুঁজতে থাকে। সোমবার ৩ আগষ্ট বিকালে মারিয়া বিশ^াস কেনা কাটার জন্য দোকানের উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়ে বাড়ির সামনে অবস্থান করলে আনোয়ার হোসেন ও তার সহযোগী অজ্ঞাতনামা ২/৩জন মারিয়া বিশ^াসকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দিয়ে রেজিষ্ট্রেশন বিহীন মাইক্রোবাসে তুলে মণিহারের দিকে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতা স্কুল পড়–য়া শিক্ষার্থীর পিতা কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা হামিদপুর গ্রামে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। অপহৃতা মারিয়া বিশ^াসকে উদ্ধার করে। বুধবার ৫ আগষ্ট আনোয়ার হোসেনকে আদালতে সোপর্দ ও মারিয়া বিশ^াসকে ২২ ধারার জবানবন্দির জন্য প্রেরণ করে।
Leave a Reply