মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গাঁজাসহ দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার এনায়েতপুর মাঠপাড়ার মোতালেব বিশ্বাসের ছেলে সান্টু ও সদর উপজেলার গাইদগাছী গ্রামের মৃত আব্দুল আজিজ খাঁর ছেলে নাজিম উদ্দিন সেন্টু। গাঁজা উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় পৃথক মামলা হয়েছে।
বসুনিদয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সালাহ উদ্দিন জানান,বুধবার ৫ আগস্ট সকালে গোপন সূত্রে খবর পেয়ে বসুন্দিয়া সিঙ্গিয়া রেলষ্টেশনের পরিত্যক্ত বিশ্রামাগারের সামনে থেকে নাজিম উদ্দিন সেন্টুকে গাঁজা বিক্রির অভিযোগে গ্রেফতার করে। এসময় সেন্টুর দখল হতে ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে,ফুলবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই আমিরুল ইসলাম জানান, বুধবার ৫ আগস্ট সকালে গোপন সূত্রে খবর পান সদর উপজেলার এনায়েতপুর গ্রামে গাঁজা বেচাকেনা করছে। ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সান্টু দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় গ্রেফতার হয়। পরে তার দখল হতে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
Leave a Reply