যশোর কেশবপুরে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্রগুলি গাঁজা উদ্ধার
স্টাফ রিপোর্টার।
যশোরের কেশবপুরে মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুক যুদ্ধে মনিরুজ্জামান মনির(৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্হল থেকে পুলিশ একটি ওয়ান স্যুটার গান দুই রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্বার করেছে। নিহত মনির কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।
সোমবার ভোর ৫ টার দিকে কেশবপুর উপজেলার দোরমুটিয়া ইটভাটার কাছে এঘটনা ঘটে।
কেশবপুর উপজেলার ওসি জসিম উদ্দীন জানান, সোমবার গভীর রাতে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের সংবাদ পেয়ে পুলিশ দোরমুটিয়া গ্রামে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় দোরমুটিয়া গ্রামের ইটভাটার কাছে গুলিবিদ্ধ একযুবক পড়ে থাকলে পুলিশ তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কেশবপুর থানার এসআই সুপ্রভাত মন্ডল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।গ্রামপুলিশের সদস্য মিজানুর রহমান নিহত যুবকের নাম মনিরুজ্জামান ওরফে মনির বলে শনাক্ত করেছেন। মনিরের বিরুদ্ধে হত্যাসহ ১৫ টি মামলা রয়েছে। ঘটনাস্হল থেকে একটি ওয়ান স্যুটার গান দুই রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্বার হয়েছে বলে জানান, ইন্সপেক্টর তদন্ত শেখ ওয়াহিদুজ্জামান ।
জয় বাংলা নিউজ
Leave a Reply