স্টাফ রিপোর্টার।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে আজ বুধবার যশোর জেলার ১৬৮টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫৪টি পজেটিভ এর মধ্যে ৫২টি নতুন শনাক্ত৷ আজ বুধবার ৮৭টি নমুনা পজেটিভ রেজাল্ট দিয়েছে। এর মধ্যে যশোর জেলার রয়েছে ৫৪টি নমুনা পজেটিভ৷
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, মঙ্গলবার তাদের ল্যাবে তিন জেলার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৭টি পজেটিভ ফল দেয়।
মঙ্গলবার যশোর জেলার ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৪টি পজেটিভ ফল দিয়েছে।
এছাড়া মাগুরার ৩৯টি নমুনার মধ্যে ২৪টি এবং সাতক্ষীরার ৩৯টি নমুনার মধ্যে নয়টির ফল পজেটিভ হয়।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জনদের অফিসে পাঠানো হয়েছে। যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা.রেহেনেওয়াজ জানান, আজ পাওয়া ৫৪টি পজেটিভ রেজাল্টের মধ্যে নতুন নমুনা রয়েছে ৫২টি। বাদবাকি দুটি ফলোআপ।
আগের দিন বুধবার দুপুর পর্যন্ত যশোরে মোট করোনা রোগী শনাক্ত হয়েছিলেন এক হাজার ৭৩১জন।
সরকারি হিসেবে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৯৬৯ জন।
জয় বাংলা নিউজ
Leave a Reply