শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৭:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর চৌগাছায় বাজ্রপাতে টিটো (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা মোশারফ হোসেন (৫৫) আহত হয়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেয়।
ওই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন জানান মঙ্গলবার দুপুরে টিটো ও তার বাবা মোশারফ হোসেন মাঠে ধান রোপণ করছিল। দুপুর আড়াইটার দিকে বাজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে টিটোর মৃত্যু হয়। এ সময় মোশারফ হোসেন আহত হয়। স্থানীয়রা মোশারফকে উদ্ধার করে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply