শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৯:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ৬০টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এর মধ্যে নতুন ৫৫টি এবং ফলোআপ ৫টি, সবগুলোই যশোরের নমুনা।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান মঙ্গলবার ১৭৭টি রিপোর্টের ভিতর যশোরে ৬০টি নমুনা পজেটিভ এসেছে।
সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা.রেহেনেওয়াজ জানান মঙ্গলবার ১৭৭টি রিপোর্টের ভিতর যশোরে ৬০টি নমুনা পজেটিভ এসেছে এর মধ্যে নতুন শনাক্ত ৫৫ জন বাকি ৫টি ফলোআপ রিপোর্ট এসেছে৷ এর মধ্যে সদর উপজেলার ৩৩ জন, ঝিকরগাছয় ৬ জন,অভয়নগর ৪ জন,শার্শায় ৩ জন!মনিরামপুর ১ জন,চৌগাছায় ১ জন নতুন পজেটিভ শনাক্ত হয়েছেন৷
Leave a Reply