শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৭:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর মণিরামপুর বাজারে একটি মোটর সাইকেল গ্যারেজে আগুনে পুড়ে স্বপন সাহা (৩৫) নামে এক গ্যারেজ মিস্ত্রির মৃত্যু হয়েছে। সে মণিরামপুর সাহাপাড়ার নিমাই সাহার ছেলে। রোববার রাতে এ ঘটনা ঘটে। বাজারের রনজিৎ ডাক্তারের চেম্বারের পাশে তার মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে। তিনি নিজেই গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন বলা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, রোববার রাতে স্বপন নিজের গ্যারেজে কাজ করছিলেন। সে গ্যারেজের পেছনে গিয়ে নিজে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯ টায় জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘আগুনে স্বপনের পুরো দেহ ঝলসে যায়। আত্মহত্যার উদ্দেশে সে গায়ে আগুন দিয়েছে জানতে পেরে সীমাবদ্ধতার কারণে আমরা তাকে উদ্ধার করিনি। পরে মণিরামপুর হাসপাতালের অ্যাম্বুলেন্সে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ‘স্বপনের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করছি।
Leave a Reply