মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার হইতে কলাবাড়ী ব্রীজে রাত্রীকালীন ডিউটি চলাকালীন সময়ে ট্রাকে অভিজান চালিয়ে ভারতীয় তৈরী আমদানী নিশিদ্ধ ফেন্সিডিল পাচার কালে ১৭১ বোতল ফেন্সিডিলসহ শামিম ও শাহিন নামে ২ জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এসময় ফেন্সিডিল পাচার কালে ব্যবহৃত একটি ট্রাক সহ ২১০ বস্তা ভুট্টা জব্দ করেন তারা।
গ্রেপ্তারকৃতরা হলেন – দিনাজপুর সদরের মাতুল্যাপুর গ্রামের নুরনবীর ছেলে শামিম(২২) ও আব্দুল হাকিমের ছেলে শাহিন মিয়া (২১)।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ মো.আমিরুল ইসলাম বলেন, ০১ নং বুলাকীপুর ইউপির অর্ন্তগত কলাবাড়ি,দিনাজপুর টু গোবিন্দগঞ্জ গামী পাকা রাস্তায় কলাবাড়ি নামক ব্রীজের উপরে ট্রাকে অভিযান চালানো হয় এসময় ফেন্সিডিল ও ২জন আসামী সহ ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আটক আসামিদের কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply