শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৪:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে বেঙ্গল ফিড এন্ড ফিশারীজ পুলের হাট ডিপো থেকে দু,কর্মকর্তা কোম্পানীর এক কোটি ৩০ লাখ ৫৪ হাজার সাতশ’ ১৩ টাকা আত্মসাতের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের সিনিয়র অফিসার সেলস এন্ড মার্কেটিং বেঙ্গল ফিড এন্ড ফিশারীজ পুলের হাট ডিপোর এরিয়ার লক্ষন কুমার বিশ্বাসের ছেলে ইন্দ্রজিত কুমার বিশ্বাস বাদি হয়ে বুধবার বিকেলে মামলা দায়ের করেন। মামলায় আসামী করেছেন, মাগুরা জেলার সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মখলেছুর রহমানের ছেলে এরিয়া মার্কেটিং ম্যানেজার সৈকত হায়াত মাহমুদ ও ঝিনাইদহ জেলার নারায়নপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে কোম্পানীর যশোর ডিপো ইনচার্জ আব্দুল মমিনের ছেলে আবু হাসান।
ইন্দ্রজিত কুমার বিশ^াস তার দায়েরকৃত এজাহারে বলেছেন, উক্ত দু’জন বিগত ২ ফেব্রুয়ারী ২০১৯ ইং সকাল ১০ থেকে ৩০ এপ্রিল ২০২০ ইং পর্যন্ত দায়িত্ব পালন কালে বিভিন্ন ডিলারদের কোম্পানীর ১ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ৭১৩ টাকার মালামাল বাকী দেয়। তারা উক্ত মালামাল বিক্রির হলেও টাকা কোম্পানীতে জমা না দিয়ে নিজেরা আত্মসাত করে। গত ৮ এপ্রিল কোম্পানীতে অডিট হলে উক্ত পরিমানের টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। ধরা পরার পর বিক্রিত মালামালের মধ্যে ৬লাখ টাকা কোম্পানীতে জমা দেয়। বাকী টাকা গত ১০ জুন থেকে ৯ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার কথা বলেও তারা জমা না দিয়ে আত্মসাত করে।
Leave a Reply