মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ৩৪ জন কোভিড -১৯ শনাক্ত এর মধ্যে (সদর -২৭,বিরল-২,বিরামপুর-৩,খানসামা-১,পার্বতীপুর ১), নতুন করে সুস্থ হয়েছে ২০ জন (সদর ৯,ঘোড়াঘাট ৬,বিরামপুর ১,চিরিরবন্দর ৩,পার্বতীপুর ১) এবং মৃত্যু বরণ করেছেন ৩ জন (সদর-১,চিরিরবন্দর-১, পার্বতীপুর-১)। এ নিয়ে জেলায় মোট রোগী -১৩০৮, মোট সুস্থ -৭৮৬ জন,মৃত ২৭ জন।
বুধবার (২২ জুলাই) সন্ধায় দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে ১০৮ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৩৪ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ ও ৭৪ টি নমুনা ফলাফলের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ১৩০৮ জন, সুস্থ হয়েছে ৭৮৬ জন, মৃত ব্যক্তির সংখ্যা ২৭ জন। আক্রান্তদের মধ্যে
*সদরে ৫৪৭ জন(সুস্থ ২৬৯ জন ), (মৃত্যু -৭ জন)
*বিরলে ৭৬ জন(সুস্থ ৫৪ জন) ,
*নবাবগঞ্জে ৫৭ জন (সুস্থ ৪৩ জন), (মৃত্যু-২ জন)
*ফুলবাড়ীতে ৪৯ জন (সুস্থ ২৬ জন), (মৃত্যু-৩ জন)
*পার্বতীপুরে ১০২ জন (সুস্থ ৫৭ জন),(মৃত্যু -২ জন)
*বোচাগঞ্জে ২৫ জন (সুস্থ ২০ জন),(মৃত্যু-২ জন)
*ঘোড়াঘাটে ৬৭ জন(সুস্থ ৫৫ জন),
*কাহারোলে ৫৪ জন (সুস্থ ৩৯ জন),(মৃত্যু -১ জন)
*হাকিমপুরে ২১ জন(সুস্থ ৯ জন),
*চিরিরবন্দর ৮৪ জন (সুস্থ ৬২ জন),(মৃত্যু -৫ জন)
*বিরামপুর ১৩১ জন (সুস্থ ৮৮ জন),(মৃত্যু -২ জন)
*বীরগঞ্জ ৩৭ জন (সুস্থ ২৪ জন),(মৃত্যু-২ জন)
*খানসামা ৫৮ জন (সুস্থ ৪০ জন),(মৃত্যু-১ জন)।
এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ৪৬৬ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছে ৭ জন, হাসপাতালে ভর্তি ২২ জন, মৃত্যু বরণ করেছেন ২৭ জন।
বুধবার (২২ জুলাই) দিনাজপুর জেলার অদ্যাবধি ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা সংখ্যা ৯৬৮৩ টি, এ পর্যন্ত ৯৪০৮ টি নমুনা ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১৩০৮ জন করোনা শনাক্ত হয়েছে।
Leave a Reply