শনিবার, ০৬ মার্চ ২০২১, ১০:৩২ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ সংবাদদাতা।
করোনার কারনে গত সাড়ে ৪ মাস যাবৎ সরকারি-বেসরকারি সামাজিক সকল অনুষ্ঠান বন্ধ থাকায় সিরাজগঞ্জ সদর উপজেলার প্রায় ৩শত বাবুর্চি বেকার হয়ে পড়েছে তার সাথে সহযোগি বাবুর্চি প্রায় ৬/৭শত মোট এক হাজার মানুষের পরিবার পরিজন এখন মানবেতর জীবন যাপন করছে। সীমিত আকারে অনুষ্ঠান করার অনুমতি অথবা খাদ্য ও অর্থ প্রনোদনার দাবিতে মানববন্ধন সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, বাসদের জেলা আহবায়ক কমরেড নব কুমার কর্মকার, রফিক বাবুর্চি, দুলাল বাবুর্চি, সুলতান মাহমুদ, পলাশ কুমার ঘোষ প্রমুখ।
বক্তাগন বলেন, করোনা আর বন্যা মানুষকে বিদ্ধস্ত করে ফেলেছে, তারমধ্যে করোনার কারনে সকল অনুষ্ঠান বন্ধ থাকায় বাবুর্চিরা বেকার অবস্থায় মানবেতর জীবন যাপন করছে, তাই সিমিত আকারে অনুষ্ঠান করার অনুমতি অথবা খাদ্য ও অর্থ সহায়তার দাবি জানান। মানববন্ধন শেষে একটি স্মারক লিপি জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়েছে।
জয় বাংলা নিউজ/সস
Leave a Reply