শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন
জয় ডেক্স: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগারিক দিবস।
দিবসের মুল প্রতিবাদ্য ছিল ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’।
মঙ্গলবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এক আনন্দ শোভাযাত্রার লাইব্রেরি ভবনের সামনে থেকে বের হয়। প্রশাসনিক ভবন হয়ে আবার লাইব্রেরি ভবনের সামনে শেষ হয়। এ সময়এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যবিপ্রবির গ্রন্থাগারিক আমিনুল হক, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.আনিছুর রহমান,জেনেটিক অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নাজমুল হাসান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী ড. জাকির হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব,পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রশীদ,পরিচালক জাকির হোসেন,পরিতোষ কুমার বিশ্বাস,প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন প্রমুখ।
Leave a Reply