সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩১ অপরাহ্ন
জয় ডেক্স: যশোরে সুদের টাকা না দেওয়ায় মুক্তার গাইন (৩৫) নামে এক ব্যক্তিকে মারপিট করে জখম করেছে। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। সে র্শাশার সেতাই আমলাই গ্রামের মৃত আবুল গাইনের ছেলে।
আহত মুক্তার জানায় চার বছর আগে একই গ্রামের তনুই পাড়–ইয়ের কাছ থেকে বাৎসারিক এক লাখ টাকা নেয়। তবে বছরের বিশ হাজার টাকা সুদে দিতে হবে। কিন্তু দু’বছরের টাকা পরিশোধ করতে পরিনি। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে তনুই পাড়–য়য়ের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তার বাড়িতে হামলা ও ভাংচুর করে মুক্তার গাইনকে অপহরন করে নিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply