রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ অপরাহ্ন
মেসবাহুর রহমান:কারো সাথে তিন দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েয নেই(আল হাদীস) নবী করীম (স) ইরশাদ করেন,কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের সাথে এমন ভাবে সম্পর্ক ছিন্ন করা জায়েয নেই যে,তারা দু,জন পরস্পর সাক্ষাতে একজন আরেকজন থেকে চেহারা ফিরিয়ে নেয়।তাদের মধ্যে উত্তম ঐ ব্যক্তি যে প্রথমে সালাম করে।আলোচ্য হাদীস থেকে বুঝা যায় যে, কোন মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে কথা বন্ধ রাখা জায়েয নেই।
Leave a Reply