বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ন
জয় ডেক্স: যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় জাহাঙ্গীর আলম নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় তিন সদস্যর তদন্ত কমিটি গঠন হয়েছে। তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটুর নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রবিবার গঠিত এ কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র চিকিৎসক আব্দুর রহিম মোড়ল। আর মেডিসিন বিশেষজ্ঞ মধুসূদন পালকে সদস্য ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। এ বাদে অফিস সহকারি আসগর আলীকে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
উলে¬খ্য, গত ৩০ জানুয়ারি গভীররাতে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত জাহাঙ্গীর আলম ভুল চিকিৎসায় মারা যান বলে তার স্বজনরা অভিযোগ করেন। তিনি সদর উপজেলার খোলাডাঙ্গা হঠাৎপাড়া গ্রামের হাজী মফিজুল¬ার ছেলে। এ ঘটনায় মৃতের জামাতা মিনারুল ইসলাম লাশের ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে তত্ত্বাবধায়ক বরাবর লিখিত অভিযোগ দেন। বিষয়টি নিয়ে ১ফেব্রুয়ারি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজদ লিটু বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের এ কমিটি গঠন করেন। তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজদ লিটু জানান, তদন্তে যে দোষী হবেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply