মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:১৭ পূর্বাহ্ন
জয় ডেক্স: সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) সাবেক সাধারণ সম্পাদক এম আইউবের মামী জাহানারা বেগম (৫০) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত সাড়ে দশটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার নিজবাড়িতে মারা যান। সোমবার বাদজোহর নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
অন্যদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার শফিউল আলম দোলন ফুসফুসে ইনফেকশন জনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জেইউজের সাবেক সাধারণ সম্পাদক এম আইউবের মামীর মৃত্যুকে গভীর শোক ও সমবেদনা এবং বিএফইউজের সহকারী মহাসচিব শফিউল আলম দোলনের সুস্থতা কামনা করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, সাধারণ সম্পাদক আকরামুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ শফিউল আলম দোলনের দ্রুত সুস্থতা কামনা ও মরহুমা জাহানারা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply