বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:০৩ পূর্বাহ্ন
জয় ডেক্স: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আইন অনুযায়ী এই নির্বাচনের তিনটি পদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। তবে ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নিবন্ধিত রাজনৈতিক দলের অধিকাংশই এই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক করার লক্ষ্যে শুধু চেয়ারম্যান পদে দলীয় প্রতীক বরাদ্দের কথা জানানো হয়েছে। ভাইস চেয়ারম্যানের দুটি পদে তারা কোনো প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিচ্ছে না। সে ক্ষেত্রে ভাইস চেয়ারম্যান পদ দুটিতে আওয়ামী লীগ প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত প্রতীকে অংশ নিতে হবে।
ইসি সচিব জানান, প্রথম ধাপে রংপুর বিভাগের পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলার সবক’টি উপজেলা, ময়মনসিংহ বিভাগের জামালপুরের সবক’টি উপজেলা ও নেত্রকোনা জেলার আটপাড়া ছাড়া সবক’টি উপজেলা, সিলেট বিভাগের জগন্নাথপুর ছাড়া সুনামগঞ্জের সবক’টি উপজেলা, নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে হবিগঞ্জের সবক’টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। শায়েস্তাগঞ্জের ভোট হবে পঞ্চম ধাপে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের মেয়াদ আরও দুই বছর বাকি রয়েছে বলে জানান ইসি সচিব। তিনি আরও জানান, প্রথম ধাপে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা ছাড়া সবক’টি উপজেলা, নাটোরের নলডাঙ্গা উপজেলা ছাড়া সবক’টি উপজেলা এবং জয়পুরহাট ও রাজশাহীর সবক’টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি সচিব বলেন, অন্য চার ধাপের কোন ধাপে কোন উপজেলার ভোট হবে তা পরে জানানো হবে। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, যে কোনো স্থানীয় সরকার কর্তৃপক্ষের কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে পদ ছাড়তে হবে।
ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান বলেন, উপজেলা আইনের ৮(২) ধারা মতে, যদি কেউ জাতীয় সংসদের সদস্য বা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের চেয়ারম্যান বা সদস্য হন বা থাকেন তাহলে তিনি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান তিনটি পদের কোনোটিতেই প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। সুত্র: দৈনিক সমকাল
Leave a Reply