শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
জয় বিনোদন ডেস্ক: সর্বশেষ মুক্তি পেয়েছিলো তার স্বপ্নজাল ছবিটি। এরপর কিছুটা বিরতি। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে তার আমার প্রেম আমার প্রিয়া সিনেমাটি। বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পরীমনি।
গেল বছর বেশ কয়েকবার তারিখ ঘোষণা করেও পিছিয়ে যায় শামীমুল ইসলাম শামীম পরিচালিত এই ছবিটি। তবে এবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ৮ ফেব্রুয়ারি সিনেমাটি আসছে প্রেক্ষাগৃহে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।
এ প্রসঙ্গে পরিচালক শামীমুল ইসলাম শামীম বলেন,‘সিনেমাটি মুক্তির সব ধরনের প্রস্তুতি এখন শেষের দিকে। ব্যানার-পোস্টার ছাপানো হয়ে গেছে। এখন প্রেক্ষাগৃহ বুকিং চলছে। যেহেতু প্রেমের সিনেমা, তাই ভালোবাসার মাসেই মুক্তি দিচ্ছি। আশা করছি আশিটি প্রেক্ষাগৃহে ‘আমার প্রেম আমার প্রিয়া’ মুক্তি দিতে পারব।’
ছবিটিতে পরীমনির সাথে নায়ক হিসেবে আছেন আরজু। এই সিনেমায় দুই দশকেরও বেশি সময় পর নতুন করে ব্যবহার করা হয়েছে সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। গানটি গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন ও আগুন। আর নতুন করে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের শিল্পী খেয়া ও ইমরান।
সম্প্রতি ‘আমার প্রেম আমার প্রিয়ার ট্রেলার ও বেশকিছু গান প্রকাশ পেয়েছে ইউটিউবে। ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ। সুত্র:দৈনিক সকালের সময়
Leave a Reply