মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:২৪ পূর্বাহ্ন
আবিদুর রেজা খান: শীতে হিমেল হাওয়ায় কেপে কেপে উঠা অনুভুতি গুলো মানুষ প্রতিমার হৃদয়ে ছোয়া দিয়ে যায়। এর মধ্যে পার হয়ে যায় নতুন বছরের একটি মাস। জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থার নবীন প্রবীনের এক ঝাক সাদা মনের মানুষ একত্রিত হয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারীর প্রথম দিন হাওয়ার বেগে বেরিয়ে পড়ে এক মুঠো অনাবিল প্রশান্তির সন্ধানে। অবশ্য কেউ ফেলে যায়নি স্ব স্ব পরিবারে সদস্যকে।
যশোর ঝিনাইদাহের মাঝামাঝি এলাকায় সকলে আমরা ভিন্ন আবেশে মজা করলাম।এক ঘন্টা পরে আবার রওনা হোলাম ঝিনাইদাহ জোহান ড্রিম ভ্যালী পার্ক এন্ড রিসোর্ট উদ্যেশে রওনা হোলাম। চলার পথে গাড়ীর ভেতর সংস্থার সাধারন সম্পাদক মিলন হোসেন ও কোষাধ্যক্ষ ফারুক হোসেন মাতিয়ে রেখেছিলেন। তাদের সুরেলা কন্ঠে ফেলে আসা অনেক স্মৃতির দৃশ্য চোখের কালো মনিতে ফুটে উঠে। সকলেই ফিরে গেছে অতীত জীবণে। এ জন্যে সকলের পক্ষ থেকে তাদেরকে জানাই এক চিমটি ভালবাসার শুভেচ্ছা।
দুপুর ১২ টার দিকে পৌছে গেলাম ঝিনাইদাহ জোহান ড্রিম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টের প্রধান ফটকের সামনে। রিসোর্টের আভ্যন্তরিন সৌন্দয্যা দেখতে দেখতে পৌছালাম আমাদের স্পটে। যে যার মতো বেরিয়ে পড়লো যতটুকু আনন্দ ভোগ করে নেওয়া যায়।
বাকী অংশ আগামি পর্বে। যদি করও অনুভুতি প্রকাশ করতে চান তাহলে
আবিদুর রেজা খান ম্যাসেনজারে ছবিসহ পাঠিয়ে দিন।
Leave a Reply