মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ পূর্বাহ্ন
জয় ডেক্স: যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা শনিবার প্রথমদিনে বাংলা প্রথম পত্রের নৈব্যক্তিক প্রশ্ন যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুল কেন্দ্রে অনিয়মিত পরীক্ষার্থীদের নিয়মিত পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। অবশ্য দশ মিনিটি পরে ওই ভুল প্রশ্ন পরিবর্তন করে দেওয়া হয় বলে পরীক্ষার্থীরা জানায়।
সূত্র জানায় বাংলা প্রথমপত্র পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী এক লাখ ৪৯ হাজার নয়শ৪৪ জন। পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৪৯ হাজার চারশ৮১ জন। চারশ ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। যশোর শহরে মিউসিপ্যাল প্রিপারেটরী স্কুল কেন্দ্রে ১১৩ নং কক্ষে নৈব্যক্তিক প্রশ্নপত্র বিতরণে ভুল হয়েছে। ১০ মিনিট পর সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শক ও কর্মকর্তাদের বিষয়টি নজরে আসার পর প্রশ্নপত্র পরিবর্তন করে। তবে পরীক্ষার্থীদের নিদিষ্ট সময়ের চেয়ে ১২ মিনিট বাড়ানো হয়। ভুক্তভোগী পরীক্ষার্থীদের অভিযোগ শুধুমাত্র ১১৩ নং কক্ষে ভুল প্রশ্নপত্র বিতরণ হয়েছে।
প্রধান শিক্ষক আব্দুস সবুর খান বলেন,ঘটনাটি সঠিক। ভুলবশত ১১৩ নং কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থীদের মাঝে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মধাব চন্দ্র রুদ্র বলেন,যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুলে একটি কক্ষে এ ধরণের ঘটনা ঘটেছে আমি শুনেছি। এতে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়নি। তবে কী কারণে এটা হয়েছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পরীক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply