শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:১০ অপরাহ্ন

প্রতিনিধি আবশ্যক :
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা জয় বাংলা নিউজ ডট কম ( www.joibanglanews.com)এর জন্য জরুরী ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা/থানা এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক (খালি থাকা সাপেক্ষে) প্রতিনিধি আবশ্যক। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা ( যদি থাকে) উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্ত এবং মোবাইল নাম্বার সহ ইমেইলে ( joibanglanews@gmail.com ) আবেদন করতে হবে।
যশোরে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ পরিবারের

যশোরে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ পরিবারের

স্টাফ রিপোটার: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে ভূল চিকিৎসায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক রোগী মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে৷ বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে৷ এ মৃত্যুর ঘটনায় লাশের ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের তত্বাবধায়কের বরাবরে লিখিত অভিযোগ করেছেন তার জামাতা  মিনারুল৷ নিহত রোগী সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের হটাৎ পাড়া এলাকার হাজী মফিজুল্লার ছেলে৷ নিহত জাহঙ্গীর আলমের মেয়ের জামাতা  মিনারুল  জানান, আমার শুশুর জাহাঙ্গীর আলম

গত দুই সপ্তাহ আগে চিকিৎসকে দেখিয়েছিলাম ৷ তখন থেকে তিনি প্রেসারের সমস্যা,হার্টের সমস্যা,ব্রেন ষ্টোকের সমস্যা নিয়ে অস্থুস্থ ছিলেন৷ বুধবার বিকালে বেশি অস্থুস্থ হওয়ার কারনে পরিবারের লোকজন তাকে,যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন৷ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা তাকে প্রেসারের সমস্যা,হার্টের সমস্যা,ব্রেন ষ্টোকের সমস্যায় ভর্তি না করে তাকে আনন্যন পয়জোনিংং রোগী হিসাবে ভর্তি করে৷ পরে তাকে পুরুষ মেডিসিন বিভাগে পাঠিয়ে দেন৷ পুরুষ মেডিসিন বিভাগেও আনন্যন পয়জোনিংং রোগী হিসাবে চিকিৎসাধিন ছিলো৷ ভূল চিকিৎসা হওয়ার কারনে বুধবার রাত দুই টার দিকে ইন্টার্ণ চিকিৎসক মাসুদ মৃত ঘোষনা করেন এবংং মর্গে পাঠান৷ বৃহস্পতি বার সকালে পুলিশ লাশের ময়না তদন্ত করান৷ এরপর আমি দুপুরে হাসপাতালের তত্বাবধায়কের বরাবর একটা লিখিত অভিযোগ করি৷ জানতে চাইলে হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ বলেন আমি ঘটনাটি শুনেছি,অভিযোগ দেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে৷

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved  2019 Joibanglanews.com এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed BY ThemesBazar.Com
Translate »