শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে চাকলাদার ফিলিং ষ্টেশনে মারপিট, ভাংচুর করে নগদ টাকাছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফিলিং ষ্টেশনে ম্যানেজার রেজাউল করীম বাদি হয়েকোতয়ালি থানায় মামলা করেছে। ১০/১২জনকে অজ্ঞাত আসামীরা করা হয়েছে।
এামলায় উল্লেখ করা হয়েছে গত রোববার ভোরে ১০/১২ জন দুর্বৃত্তরা লাঠি ও হকিষ্টিক নিয়ে শহরের নাজির শংকরপুর সন্যাসী দিঘী এলাকার চাকলাদার ফিলিং ষ্টেশনেনাইট গার্ড ইদ্রিস ও নজেলম্যানকে ব্যাপক মারপিট করে। দুর্বৃত্তরা ফিলিং ষ্টেশন থেকে নগদ ১লাখ ৫০ হাজার ৫শ’ ১২ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা সাড়ে ৫লাখ টাকা ক্ষতি সাধন করে। এ ব্যাপারে মঙ্গলবার কোতয়ালি থানায় মামলা হয়েছে।
Leave a Reply