শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৪:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর ভ্রাম্যমাণ আদালত সদরের বানিয়ারগাতি গ্রামে অভিযান চালায়। এ সময় যশোর ফিড লিমিটেডকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
আদালতের পেশকার নাজমুল হুসাইন জানান মঙ্গলবার দুপুরে সদরের সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান যশোর ফিড লিমিটেডে অভিযান চালায়। ওই প্রতিষ্ঠান পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার আজিজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক গোলাম সরয়ার ও পুলিশ সদস্য।
Leave a Reply