রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:০৩ অপরাহ্ন
ঝিকরগাছা সংবাদদাতা: যশোর ঝিকরগাছায় আহত ইজিবাইক চালক ফারুক হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ওই উপজেলার মনোহরপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে। রোববার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থায় মৃত্যু হয়।
নিহতের ভাই তাজ বলেন, এলাকার মাদক ব্যবসায়ী মশিউরের মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারনে তার সাথে আমাদের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ২৩ ডিসেম্বর বিকেলে ভাই ফারুক হোসেনকে মশিয়ার একই এলাকার ভাড়াটে খুনি মতিয়ার,আনসার আলী,মিকাইল,শুকুর আলী ও মনোয়ার ফারুকের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়।
ওই দিনই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার তাকে ঢাকায় রেফার করেন। অর্থাভাবে পরের দিন তাকে আবার যশোর জেনারেল হাসপাতালে আন হয়। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন,এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত মশিউর,মনোয়ার ও মুর্তজাকে আটক করা হয়েছে।
Leave a Reply