বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে আওয়ামীলীগের নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ অস্ত্র গুলিসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে শহরের শহরের ষষ্ঠীতলা এলাকার আলমাস হোসেনের ছেলে ম্যানসেল অপরজনের নাম তদন্তের স্বার্থে পুলিশ জানায়নি।
কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান,রোববার রাত দেড়টার দিকে দুটি মোটরসাইকেলে ৫জন দুষ্কৃতকারী যশোর ৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদের বাসভবনে ককটেল হামলা চালায়। এ ঘটনায় এসআই হাসানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করে।
অপরদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের হোটেল জাবির ইন্টারন্যাশনালে চারটি মোটরসাইকেলে১২জন দুষ্কতকারী বোমা হামলা ও গুলি বর্ষণ করে। এ ঘটনায় এসআই শামীম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে আরও একটি মামলা করে।
ওসি অপূর্ব হাসান আরো জানান,দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে ম্যানসেল ছাড়া অন্য আসামির নাম বলা যাচ্ছে না।
Leave a Reply