শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৪:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে যুবলীগ নেতা ম্যানসেল গুলিবিদ্ধ হয়। পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সে শহরের শহরের ষষ্ঠীতলা এলাকার বিএনপি নেতা আলমাস হোসেনের ছেলে। রবিবার গভীর রাতে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তবে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়।
কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান,শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকর একটি বাড়ির ছাদ থেকে ম্যানসেলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তার বাম পায়ে গুলি লেগেছে। তাকেযশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থোপেডিক সার্জন ডা. আবদুর রউফ তার উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন। কারা এ ঘটনার সাথে জড়িত তা জানা সম্ভব হয়নি। তবে পুলিশ ঘটনারটি খতিয়ে দেখছে।
Leave a Reply