শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: শনিবার মধ্যরাতে কে বা কার যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদের বাসভবন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ব্যবসা প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়,শনিবার রাত দেড়টার দিকে যশোর শহরের কাজীপাড়া এলাকায় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসভবন লক্ষ্য করে অজ্ঞাত দর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। তবে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
এ ব্যাপারে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু ঘটনা নিশ্চিত করে বলেন,মধ্যরাতে কে বা কারা ককটেলগুলোর বিস্ফোরণ ঘটায়।
এদিকে,আওয়ামী লীগ জেলা সেক্রেটারি শাহীন চাকলাদারের হোটেল জাবির ইন্টারন্যাশনাল,চাকলাদার ফিলিং,যশোর শহর আওয়ামী লীগের সেক্রেটারি হাসান লালের ষষ্ঠিতলার বাসভবন,ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল খানের ঘোপ সেন্ট্রাল রোডের বাসভবনের ছাদে,আওয়ামী লীগ জেলা সেক্রেটারি শাহীন চাকলাদারের চাচাতোভাই তৌহিদ চাকলাদার ফন্টুর কাজীপাড়া কাঁঠালতলা এলাকার বাসভবনসহ বিভিন্ন স্থানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।
যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল বলেন,অতিউৎসাহী সন্ত্রাসীরা নিজেদের অবস্থান জানান দিতে এ ঘটনা ঘটিয়েছে।তিনি আরও বলেন তৌহিদ চাকলাদার ফন্টুর বাসায় বোমা হামলার ভিডিও ফুটেজ দেখলে বোঝা যাবে কারা এ ঘটনার সাথে জড়িত।
যশোর কোতয়ালী থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘এটি তাদের (আওয়ামী লীগের) অভ্যান্তরীণ কোন্দলের বিষয়। শহরের ছয়টি স্থানে ১২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
Leave a Reply