শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর শহরে আওয়ামীলীগের নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার প্রতিবাদে রবিবার সকালে শহরে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম,দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু,সদস্য শাহারুল ইলাম কবিরুল আলম,ইঞ্জিনিয়ার কাজী আলমগীর হোসেন,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল,যশোর পৌরসভার কাউন্সিলর হাজী সুমন,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নেয়ামত উল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির শিপলু, সভাপতি রওশন ইকবাল শাহী, সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান প্রমুখ। এছাড়াও বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের উদ্যোগে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে যশোর সদর আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেয়। সমাবেশ থেকে আল্টিমেটাম দেয়া হয় ২৪ ঘন্টার মধ্যে বোমা হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের আটক করতে হবে।
Leave a Reply