মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৫ পূর্বাহ্ন
জয় ডেক্স: বাহুবলী সিনেমার নির্মাতা রাজমৌলি এবার পরবর্তী ছবি নিয়ে হাজির হচ্ছেন সিনেমাপ্রেমীদের সামনে। এবার তার হাতিয়ার রাম চরণ ও জুনিয়র এনটিআর। ইতোমধ্যে এর শুটিং শুরু হয়েছে। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ট্রিপল আর।
জানা গেছে, দর্শকের মাঝেও কৌতূহল জাগিয়েছে সিনেমাটি। ফলাফল মোটা অঙ্কে বিক্রি হয়েছে এর স্যাটেলাইট স্বত্ব। ১৩০ কোটি রুপিতে বিক্রি হয়েছে ট্রিপল আর সিনেমার স্যাটেলাইট স্বত্ব, যা কয়েকদিন আগে মুক্তি পাওয়া রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত সাড়া জাগানো টু পয়েন্ট জিরো সিনেমার চেয়ে বেশি। পাশাপাশি বাহুবলি সিনেমার পর তেলেগু ইন্ডাস্ট্রিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ।
পিরিয়ড ড্রামা ঘরানার সিনেমাটিতে দুই বন্ধুর চরিত্রে দেখা যাবে জুনিয়র এনটিআর ও রাম চরণকে। তবে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমাটির মুক্তির তারিখও এখনো ঘোষণা করা হয়নি। তবে নির্ধিদ্বায় এটিও যে ভারতীয় চলচ্চিত্রের বাজারে নতুন এক রেকর্ড করবে সেটা অনুমেয়…দৈনিক সকালের সময়
Leave a Reply