সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন
কিভাবে আল্লাহর অলী হওয়া যায় কুরআন ও সূন্নাহর আলোকে বিশ্লেষনঃউলামায়ে কিরাম বলেন,যারা ওলী হতে চান,তাদের জিব্বাকে সর্বদা আল্লাহ পাকের যিকির দ্বারা সিক্ত রাখা জরুরী।ভাত, মাছ,মাংস, পানি,ফলফলাদী এ গুলো মানুষের শরীরের খাদ্য।আর আল্লাহ পাকের যিকির হলো রুহের খাদ্য।খাবার না খেলে যেমনিভাবে শরীর দূর্বল ও অচল হয়ে পড়ে, তেমনি ভাবে নিয়মিত আল্লাহ পাকের যিকির না করলে আমাদের রুহও একেবারে দুর্বল ও অচল হয়ে পড়ে।আর রুহ অচল হয়ে পড়লে সেতো কোনোভাবেই ওলী হতে পারবে না।যেমন আল্লাহ তায়ালার বানী-হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহ তায়ালার যিকির করো। আর কত বেশি পরিমাণে আল্লাহ পাকের যিকির করতে হবে, এ সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-তোমরা এতো বেশি পরিমাণে আল্লাহ পাকের যিকির করো,যেন লোকেরা তোমাদের পাগল বলে।
Leave a Reply