সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর মণিরামপুরের ঢাকুরিয়া গ্রামের সুমাইয়া খাতুন (১৮) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্বজনরা। ওই গ্রামের পল্লী চিকিৎসক সাইদুল মোল্যার মেয়ে।বুধবার রাতে স্বজনরা নিজ ঘর থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান দুর্গাপদ সিংহ জানিয়েছেন।।
মণিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই জুবায়ের হোসেন জানান, বুধবার রাতে বাড়িতে কেউ না থাকায় নিজ পড়ার ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় সুমাইয়া। পরে তার মা সালিমা বেগমের চিৎকারে আশপাশের লোকজন এসে তার লাশ নিজে নামিয়ে আনেন। এই ঘটনায় তরুণীর চাচা ছমির মোল্যা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
Leave a Reply