মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: দৈনিক যুগান্তর যশোর ব্যুরোর সাবেক প্রধান কিরণ সাহা কচির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৫ জানুয়ারি। তার মৃত্যুবার্ষিকীতে পত্রিকার পাঠক ফোরাম স্বজন সমাবেশের উদ্যোগে এদিন বেলা ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে কিরণ সাহার লেখা ছড়ার বই ছড়াবার্তার মোড়ক উন্মোচন করা হবে। পাশাপাশি শহরের পুরাতন কসবা আজিজ সিটির নিজ বাস ভবনে তার আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কিরণ সাহা ২০১৪ সালের ২৫ জানুয়ারি দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি যশোর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ও অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি, যশোর প্রেসক্লাবের কয়েকবারের সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ ছিলেন।
Leave a Reply