সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর ঝিকরগাছায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আহত ফারুক হোসেন নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। সে ওই থানার মনোহরপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বুধবার সন্ধ্যার দিকে দুই পক্ষের সংঘর্ষে ফারুক হোসেন আহতহয়। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছিল। শুনেছি ঢাকা মেডিকেল কলেজে তার মৃত্যু ঘটেছে। তবে বিষয়টি এখন নিশ্চিত নয় বলে জানান।
এলাকাবাসী জানায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যার দিকে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে হয়। এ সময় ফারুক হোসেন, মাহবুবুর রহমান ও মহিউদ্দিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ফারুকে অবস্থা আশংখাজনক হওয়ায় তাকে ঢাকা রেফার করে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply