বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:০৫ পূর্বাহ্ন
মেসবাহুর রহমান: মানুষ মানুষের প্রতি কু ধারনা করা কবিরা গুনা।যেমন আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন-হে ঈমানদারগণ! তোমরা অনেক কু-ধারনা থেকে বেচেঁ থাকো।কেননা মানুষের প্রতি কু-ধারনা করা গুনাহ।সুতরাং যে ব্যক্তি নিজে খারাপ কাজ করে, সাধারনত সে অন্যে প্রতিও খারাপ ধারনা রাখে।আর যে ব্যক্তি নিজে ভালো কাজ করে,সে অন্যের প্রতিও ভালো ধারনা পোষন করে।ভালো মানুষ কখনো অন্যের প্রতি খারাপ ধারনা করতে পারেনা।
Leave a Reply