শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:৪৫ অপরাহ্ন
যশোর প্রতিনিধি: যশোরে আদালত চত্বরে এক মামলার আসামীরা বাদী হারুন অর রশীদকে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। মামলা প্রত্যাহার না করা হলে হত্যা করা হবে বলে জীবণ নাশের হুমকি দেয়। সে যশোর শহরের হাজী মহাসিন রোড এলাকার মৃত মাওলা বক্সসের ছেলে।এ ঘটনায় বাদী বুধবার যশোর কোতয়ালি থানায় সাধারণ ডাইরী করেছে। আসামী করা হয়েছে শহরের হাজী মহাসিন রোড এলাকার মৃত মাওলা বক্সসের ছেলে এম এ কুদ্দুস, ছেলে হিরকসহ অজ্ঞাত ব্যাক্তি।
সাধারণ ডাইরীতে উল্লেখ করা হয়েছে পৈতৃক সম্পত্তির কাগজ পত্র জাল জালিয়াতি করেজমি জোরপুর্বক দখল নেয়। এ ঘটনায় এম এ কুদ্দুসের বিরুদ্ধে আদালতে মামলা করে।যার নাম্বর সি আর ১৬২৬/১৮। বুধবার সকালে ওই মামলার হাজিরা দিতে যায় উভয়পক্ষ। হাজিরা দিয়ে সাড়ে ১১টার দিকে বাইরে বের হলে আসামি এম এ কুদ্দুস,ছেলে হিরকসহ অজ্ঞাতরা আমাকে মামলা তুলে নেওয়ার জন্যে হুককি দেয়। হুমকি দিয়ে থেমে থাকেনি মামলা তুলে না নিলে হত্যা করা হবে। এক পর্যায় হত্যার চেষ্টা করে এ পরিস্থিতে বাধ্য হয়ে হারুন অর রশীদ পালিয়ে জীবণ রক্ষা করে। আসামিরা যে কোন সময় বাদীকে মারপিট, খুনজখমসহবড় ধরনের ক্ষতিসাধন করতে পারে। এ ঘটনার প্রতিনজর নজর দেওয়ার জন্যে পুলিশের উদ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে যশোর কোতয়ালি থানায় সাধারণ ডাইরী করেন যার নাম্বর-১০৭৫।
Leave a Reply