মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন
হিরোক শেখ: যশোর সদরের হামিদপুর বাজার সংলগ্ন মিজানুর সুপার মার্কটে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা দুই পর্বের অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানের মধ্যেছিল ৩টায় ব্যাংকিং শাখা উদ্বোধন। বিকালে মাদক বিরোধী সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
বুধবার বিকেলে যশোর সদরের হামিদপুর বাজার সংলগ্ন মিজানুর সুপার মার্কটে
ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের শাখা ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি সাখাওয়াত হোসেন।
এতে সভাপতিত্ব করেন মটরপার্স ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মনির হোসেন টগর। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাচ্ বাংলা ব্যাংকের খুলনা বিভাগীয় প্রধান কর্মকর্তা সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান,সাংবাদিক আবিদুর রেজা খান,হামিদপুর দাখিল মাদ্রসার সুপার এইচ একে এম মঈনুদ্দীন, সহকারি অধ্যাপক আবুল হাকাম,এজেন্ট ব্যাংকের প্রতিনিধি মনির আলী রেজা,রফিকুল আলম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন
ব্যাংকের এজেন্ট ও মনির এন্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী বিএম মনিরুজ্জামান।
এইক মঞ্চে মাদক বিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Leave a Reply