শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ন
হারুন অর রশীদ: বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন,মহাকবি মাইকেল মধুসূদন দত্ত শুধু দেশের নয়,বিশ্বের গোটা বাঙ্গালির গর্ব। যশোর কেশবপুরের সাগরদাঁড়ি গ্রামের এক কায়স্থ বংশে জন্ম করেন। পরে তিনি মধুসূদন খ্রীষ্টান ধর্ম গ্রহণ করে। তার অমর কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়নের উপাখ্যান অবলম্বনে রচিত ‘মেঘনাদবধ মহাকাব্য বিশ্বে সমাদৃত। মঙ্গলবার বিকালে কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত পোদ্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বীর মুক্তিযোদ্ধা ও সাংসদ মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. নাসির উদ্দিন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল,পুলিশ সুপার মঈনুল হক,উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,পৌর মেয়র রফিকুল ইসলাম,কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন,যশোরের পাবলিক প্রসিকিউটার এ্যাড, রফিকুল ইসলাম পিটু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইন্সিটিটিউশনের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত প্রমুখ।
Leave a Reply