সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর চৌগাছার এক ইউপি চেয়ারম্যান তার ভাতিজাকে পিটিয়ে রক্তাক্ত করেছেন। এ ব্যাপারে আহতের মা রাহেলা খানম মঙ্গলবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন রাহেলা খানম। লিখিত বক্তব্যে উল্লেখ করেন জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমান খানের সাথে সম্পত্তি নিয় দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে গত ১৯ ১৯জানুয়ারি চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের নিয়ে আমার বাড়ির উঠানে প্রাচীর নির্মাণ শুরু করেন। তার এ কাজের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তার ছেলে আসাদ খানকে মারপিট করে। পরে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে ছেলেকে বেদম প্রহার করে রক্তাক্ত করা হয়। এ সময় পুলিশ আসাদ খানকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তিভোগিরা।
Leave a Reply