সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:যশোরে তরিকুল্লাহ ওয়াকফ স্টেটের শরীক বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য ভাই বোনের সম্পত্তি শরীক ফাঁকি দিয়ে কুদ্দুস বকুল জোরপূর্বক দখল করে নিয়েছে প্রায় প্রায় তিন একর জমি। এরমধ্যে যশোর শহরের বড় বাজারে রয়েছে প্রায় ১ একর। এ ব্যাপারে মঙ্গলবার শহরের গরীবশাহ সড়কের মৃত মাওলা বক্স বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় জিডি করেন। যার নম্বর ১০১১।
জিডিতে উল্লেখ করেছেন,এইচ এম এম রোডের দোকান আমার দখলে থাকা অবস্থায় তার ভাই এম এ কুদ্দুস বকুল ও তার ছেলে হিরক তালা ভেঙ্গে দখল নেওয়ার চেষ্টা করছে। তার ওই অবৈধ কাজে আমি ও আমার অন্যান্য ভাই বোন
বাধা দিতে গেলে এম এ কুদ্দুস বকুল ও তার ছেলে হিরক আমাদেরকে জীবন নাশের হুমকি দেয়। এ ব্যাপারে আমি ও আমার অন্যান্য ভাই বোন
রাশিদা রহমান,নুরুল ইসলাম বিদ্যুৎ.হারুণ অর রশিদ,আব্দুল মজিদ,শিরিনা বেগম,বিউটি বেগম উপায়হীন হয়ে কোতয়ালি থানায় সাধারণ ডাইরি করি।
এ ব্যাপারে ভাই হারুণ অর রশিদ জানান,তরিকুল্লাহ ওয়াকফ স্টেটের বৈধ শরীক নয় জন। এর মধ্যে এম এ কুদ্দুস বকুল অন্য সব শরীকদের ফাঁকি দিয়ে নিজেই জমি দখল করে ভোগ দখল করছে। এমনকি জালজালিয়াতির মাধ্যমে সে পিতার একমাত্র বৈধ উত্তরাধিকার হিসেবে জমি অবৈধ কাগজপত্র তৈরি করে বিক্রি করে দিচ্ছে। এ ঘটনায় আদালতে মামলা চলছে। মামলা নম্বর সিআর ১৬২৬/১৮।
Leave a Reply