শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবমাননা এবং ছাত্রলীগ সম্পর্কে কটূক্তির প্রতিবাদে মঙ্গলবার সকালে যবিপ্রবি ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ভিসি প্রফেসর ড.আনোয়ার হোসেন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ইকবাল কবীর জাহিদকে বহিষ্কার ও অপসারণের দাবিতে মানববন্ধন করেছে।
এ সময় বক্তরা বলেন, যবিপ্রবি’র ভিসি প্রফেসর ড.আনোয়ার হোসেন ও শিক্ষক সমিতির সভাপতি ইকবাল কবীর জাহিদ বিশ্ববিদ্যালয়ের এ বছরের ডেস্ক ক্যালেন্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ইচ্ছাকৃত ভাবে অবমাননা করেছেন। এ অপরাধে তাদের শাস্তি হওয়া উচিত। এর আগে তারা ক্যাম্পাসে নৌকা প্রতীকের অবমাননা করেন। এ ঘটনায় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা তাদের শাস্তির দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গত ১০ দিন ধরে শান্তিপুর্ণ আন্দোলন করে আসছে।
Leave a Reply