রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৬ অপরাহ্ন
আরএম রিপোন: সোমবার সকালে ট্রাকের ধাক্কায় আহত আইনাল হক (৮৫) যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।সে ঝিনাইদহ জেলা সদরের কুবির খালি গ্রামের মৃত জেহের আলীর ছেলে।
নিহতের ছেলে তৈয়বুর রহমান জানান রোববার সকালে তার বাবা বাড়িতে বেড়াতে যান। স্থানীয় নিমতলা মসজিদ থেকে নামজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার অবস্থা আশংখাজনক হওয়ায় রাতে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply