শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সোমবার চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগতা,পুরস্কার বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ১৩৯ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এতে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের পরিচালানা পরিষদের সভাপতি রশিদুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল বাশার ওমর ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন,পুড়াহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামত আলী প্রমুখ। পরে পধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলেন।
Leave a Reply