শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন
জয় ডেক্স:এ সমাজে আছেন যারা সাদা মনের মানুষ। আসুন না আমাদের জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থায়। আপনাকে গ্রহণ করবো হাজার গোলাপের পরশে। জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থায় অঙ্গিকার এ সমাজে যারা অবহেলিত ছিন্নমুল মানুষের পাশে থেকে তাদের একটু খানি হাসি ফোটানোর কাজে। জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থার সদস্যদের ব্যাক্তিগত টাকা ও কিছুটা সময় ব্যায় করে এ কাজ করে চলেছে। এ কাজে যে এত প্রশান্তি রয়েছে তা আগে থেকে বুঝতে পারিনি। কেউ যদি এ কাজের স্বাদ গ্রহণ করতে চান তবে আসুন আমাদের সাথে। আমরা বিনোদনের জন্যে ভ্রমনে যাচ্ছি। তবে এ কাজেও উদ্দেশ্য রয়েছে
চাদার টাকা থেকে বাচিয়ে ব্যায় করবো ছিন্নমুল মানুষের কাজে।
Leave a Reply